
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যারাই আইন হাতে তুলে নেবেন তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটি গোষ্ঠি ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। আগের চেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক আধুনিক ও শক্তিশালী। কেউ অপকর্ম করে পার পাবে না। তাদের বিচার হবেই।
বগুড়ার শহরের ঠেঙ্গামারায় হোটেল মম ইনের কনফারেন্স রুমে মঙ্গলবার বেলা ১২টায় আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অসম্প্রদায়িক চেতনা তৈরি হয়েছে বাংলাদেশে। নানা উন্নয়নের কারণেই আজকে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি।
বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তির অমর কাব্য মুর্যাল উদ্বোধন, করোনায় মৃত পরিবহন মালিকদের পরিবার ও দুস্থ শ্রমিকদের আর্থিক প্রণোদনা প্রদান, মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন প্রদান করেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: