ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৪

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ০২:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ০২:৫৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ছয়জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১,৩২৪ জনের শরীরে। ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯,২২৩ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯,৯৩,৩৮২।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯,১৯,১৬৬ জন।

২৪ ঘণ্টায় ১১,১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১,১৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১.৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ময়মনসিংহে তিনজন করে মারা গেছেন। যাদের চারজন পুরুষ ও দু’জন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: