
নিজস্ব প্রতিবেদক : কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা এই কবিকে বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএইচে ভর্তি করা হয়।
এর আগে গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কবি হেলাল হাফিজকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।
হেলাল হাফিজ চোখের অসুবিধা, না খেতে পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছেন। তিনি কিডনির সমস্যা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যায়ও ভুগছেন।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
আপনার মূল্যবান মতামত দিন: