ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদ্মা সেতুতে ক্যামেরা বসছে ডিসেম্বরে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ১৯:৪০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ১৯:৪০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ক্যামেরা স্থাপনে সার্ভে শেষ হয়েছে। পুরো সেতুকে ক্যামেরার আওতায় আনতে ‘অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম’(এটিএমএস) -এর আওতায় টোল ও সেতুর সংরক্ষণ আধুনিকায়নে চলছে নকশা প্রণয়নের কাজ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ক্যামেরা লাগানোর কাজ শেষ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সেতু পারাপার করতে গিয়ে টোল প্লাজার বুথে বড় যানে কয়েকবার ধাক্কার বিষয়টি মোকাবিলাও এ পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।

এই ক্যামেরার আওতায় কন্ট্রোল রুমে বসেই সেতুর অপারেশন ও ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বলেন, ‘মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নাম্বার প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে সবকিছুই জানা যাবে। এই জিনিসগুলোর কাজ চলছে, নকশা পর্যায়ে আছে। আমরা আশা করছি পুরো সিস্টেমটা ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারব।’

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, সেতুতে কিছু খুঁটিনাটি কাজ চলমান রয়েছে। তাই যানবাহনের গতিসীমা কমানো হয়েছে। ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে। পুরো সেতুকে এটিএমএস-এর আওতায় আনতে ছয় মাস সময় লাগবে।



আপনার মূল্যবান মতামত দিন: