ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কমলাপুরে শেষ দিনেও টিকিটের জন্য উপচেপড়া ভিড়

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২০:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২০:৩৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ মঙ্গলবার (৫ জুলাই)। আজও ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ মূলত ঈদ যাত্রার ৯ জুলাই এর টিকিট বিক্রি হচ্ছে। ৫ দিনব্যাপী ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় পহেলা জুলাই।

মঙ্গলবার (৫ জুলাই) রেল স্টেশনে প্রতিটি কাউন্টারের সামনে দেখা গেছে টিকিট প্রত্যাশীরা ভিড় জমিয়েছেন। কিছুক্ষণ পরপর কেউ টিকিট পাচ্ছেন, আর যুদ্ধজয়ের হাসি দিয়ে সিরিয়াল থেকে সরে যাচ্ছেন।

ঈদুল আজহা উপলক্ষে ট্রেন আজ থেকে যাত্রা শুরু হচ্ছে।

অন্যদিকে, ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই। ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকেট পাওয়া যাবে ৭ জুলাই, ১২ জুলাইয়ের ট্রেনের টিকেট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকেট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকেট ১১ জুলাই পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: