ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দুই ঘণ্টা পর ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ২৩:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ২৩:৪৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে গাজীপুরের টঙ্গী রেলজংশন এলাকায় প্রতিবাদ কর্মসূচির কারণে দুই ঘণ্টা রেলচলাচল বন্ধ ছিল। এতে করে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে রেলজংশন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ টঙ্গী শাখা।

রেলসড়ক দখল করে মানববন্ধন কর্মসূচি পালন করায় দুর্ভোগের সৃষ্টি হয়। এতে ঢাকাগামী জামালপুর কমিউটার ও ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস আটকে পড়ে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন রেলওয়ে অস্থায়ী কর্মচারীবৃন্দ।

কর্মচারীদের দাবি, রেলওয়েতে অস্থায়ীপদে দক্ষ কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ বাতিল করতে হবে।

রেলচলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে টঙ্গী রেলওয়ে ভারপ্রাপ্ত মাস্টার রাকিবুর রহমান জানান, এখন রেলচলাচল স্বাভাবিক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: