ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারে নতুন শর্ত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ জুন ২০২২ ২২:৩৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ২২:৩৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিয়ে নতুন শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শর্ত অনুযায়ী, সেতু দিয়ে মোটরসাইকেল বহন করা যাবে। কিন্তু চলাচল বন্ধই থাকবে।

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। তবে ট্রাক কিংবা পিক-আপ ভ্যানে করে পণ্য হিসেবে পরিবহনের সুযোগ রয়েছে। আমরা এ ধরনের বাহনে মোটরসাইকেল ও তার মালিক বা চালককে সঙ্গে যেতে দিচ্ছি না। কারণ হিসেবে তিনি বলেন, এভাবে যেতে দিলে মালিক বা চালকরা মোটরসাইকেল নিয়ে সেতুতে নামার সুযোগ পাবে।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঘোষণা অনুযায়ী পরের দিন ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে ওই দিন রাত থেকেই পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে ভিড় করে বিপুলসংখ্যক গাড়ি। রবিবার (২৬ জুন) সেতুতে যান চলাচল শুরু হলে মোটরসাইকেল চালকরা নানা বিশৃঙ্খলা ও অনিয়মে জড়ান। পরে ওই দিন রাতেই সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এছাড়া নিষেধাজ্ঞার পরও রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: