ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শেখ হাসিনা আমাদের হিমালয়ের চূড়ায় বসিয়েছেন: নৌপ্রতিমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২৫ জুন ২০২২ ০৭:৪৩

আল আমিন
প্রকাশিত: ২৫ জুন ২০২২ ০৭:৪৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। দেশরত্ন শেখ হাসিনা আমাদের মর্যাদার জায়গায় তুলে এনেছেন। হিমালয়ের চূড়ায় বসিয়েছেন।

খালিদ মাহমুদ বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সংকল্পের বাস্তবায়ন। পদ্মা সেতু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা।

আজ শুক্রবার (২৪ জুন) মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট, মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী (কাঁঠালবাড়ী) ঘাট পরিদর্শন ও ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটগুলোর প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রীবলেন, ‘আগামীকাল পদ্মার দুই পারে লাখ লাখ লোকের সমাগম হবে। সমগ্র বাংলাদেশের মানুষ এর সাথে যুক্ত হয়ে যাবে। সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মা সেতু শুধু বাংলাদেশের মানুষের উন্মাদনা নয়; সারা বিশ্বের মানুষের কাছে এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে।’

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: