ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমাদের অনেক টাকা: পরিকল্পনামন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৬:৫৮

আল আমিন
প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৬:৫৮

পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের অনেক টাকা, গ্রোথও ভালো। টাকা টাকা আর টাকা। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁয়ে আছে।যে ভীতি ছিল তা আর নেই।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন’ বিষয়ক এক সভায় এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন,‘মিরাকলের চেয়েও বেশি অগ্রগতি করেছে বাংলাদেশ। পৃথিবীর কেউ এভাবে পারে না’।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেখানে অনেক দেশ মাইনাস জিডিপিতে আছে। কিন্তু আমরা অনেক এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘দেশের মঙ্গলের জন্য আমাদের চিন্তা করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশে বৈষম্য রয়েছে। আমার ধারণা বৈষ্যমকে হত্যা করতে পারব। সেই ক্ষমতা আমাদের আছে।’

মন্ত্রী বলেন, ‘তামাক নিয়ন্ত্রণ জরুরি। আমরা তামাক থেকে আয় চাই আবার হেলথ সেক্টরে বাড়তি বাজেটও চাই। কিন্তু আমার মনে হয় তামাক নিয়ন্ত্রণ করলে স্বাস্থ্যখাতে বাজেট কম লাগবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সংশ্লিষ্টরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: