
নিজস্ব প্রতিবেদক : সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় বানভাসি মানুষের অবস্থা সচক্ষে দেখতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। এসব জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতির কারণে বহু ঘরবাড়ি তলিয়ে গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। তিনি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: