ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ: নির্বাচন কমিশনার

আল আমিন | প্রকাশিত: ১৬ জুন ২০২২ ০৬:৩৪

আল আমিন
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ০৬:৩৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে।

বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনও অভিযোগ আসেনি।

ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম স্লো ছিল না। যারা বয়স্ক ভোটার, তাদের একটু সমস্যা হয়েছে।

এর আগে বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ঘুড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে টপকে গেলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। এসব কেন্দ্রে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৯০ ভোট। তার বিপরীতে মনিরুল হক সাক্কু পেয়েছেন ১৩ হাজার ৮৭০ ভোট।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: