ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বায়ু দূষণের কারণে আয়ু কমছে বাংলাদেশিদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ জুন ২০২২ ০০:০২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ০০:০২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দূষিত রাজধানীর তালিকায় প্রথম হচ্ছে ভারতের নয়া দিল্লী আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ।

বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের আয়ু কমে যাচ্ছে। বায়ূ দূষণ নিয়ন্ত্রণ না করার কারণে ঢাকায় বসবাসকারীদের গড় আয়ু ৭ দশমিক ৭ কমেছে। অর্থাৎ বায়ু দূষণ না থাকলে গড়ে ঢাকাবাসী আরও প্রায় ৮ বছর বেশি বাঁচতেন।

মঙ্গলবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বায়ু দূষণের এই সূচকের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার পাঁচ দেশের চারটিই দক্ষিণ এশিয়ায়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের নয়া দিল্লি। ভারতের পরই রয়েছে বাংলাদেশ।

গবেষণায় বলা হয়েছে, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দূষণের মাত্রা কমানো যেত তাহলে পুরো বাংলাদেশের মানুষ গড়ে আরও ৫.৪ বছর বেশি বাঁচতেন।

মঙ্গলবার প্রকাশিত এই গবেষণা ধরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৯৭ শতাংশ মানুষ এমন এলাকায় বসবাস করছে, যেখানে বায়ু দূষণের মাত্রা সহনীয় সীমা ছাড়িয়ে গেছে। নেপালে বায়ু দূষণের কারণে গড় আয়ু কমেছে ৫ বছর। পাকিস্তানে গড় আয়ু কমেছে ৪.২ বছর।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট বায়ুদূষণের ২৫ শতাংশ হয়ে থাকে ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান—এই চার দেশ থেকে।

সূত্র: রয়টার্স, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (শিকাগো বিশ্ববিদ্যালয়)



আপনার মূল্যবান মতামত দিন: