ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগামীকাল প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা হবে

আল আমিন | প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৫:২৭

আল আমিন
প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৫:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার বিকেলে ভোক্তা পর্যায়ে গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল বিকেল ৩টায় এ সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকেছে বিইআরসি।

বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে কমিশন।

গত জানুয়ারিতে খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির জন্য বিইআরসির কাছে আবেদন করে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো।

এ ছাড়া, কোম্পানিগুলোর প্রধান পেট্রোবাংলাও পাইকারি পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর জন্য আলাদা প্রস্তাব দেয়।

প্রস্তাবগুলো বিবেচনা করে গত ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত গণশুনানি করে বিইআরসি। সেখানে ভোক্তা অধিকার সংগঠনগুলো দাম না বাড়িয়ে সরকারের খরচ কমানোর বিকল্প প্রস্তাব দেয়। কিন্তু বিইআরসির টেকনিক্যাল কমিটি গ্যাসের দাম গড়ে ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে।

বিইআরসি কর্তৃপক্ষ জানান, আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত সেই ঘোষণা করতে হয়। বিইআরসি কর্তৃপক্ষ সে সময়ের কাছাকাছি চলে এসেছে। তবে ঠিক কি পরিমাণ দাম বৃদ্ধি পাবে তা এখনও জানা যায়নি

 



আপনার মূল্যবান মতামত দিন: