ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খালেদা জিয়া তার পাপের কাফফারা দিচ্ছেন : মতিয়া চৌধুরী

আল আমিন | প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৩:১৪

আল আমিন
প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৩:১৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আজকে খালেদা জিয়া অন্যায় জুলুম ও তার পাপের কাফফারা দিচ্ছেন। শেখ হাসিনার মহানুভবতার কারণে খালেদা জিয়া বাড়িতে বসে কাজের বেটি সঙ্গে নিয়ে জেল খাটে। খালেদা জিয়া ও তার পুত্র ষড়যন্ত্র করছে।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি-জামায়াত কর্তৃক হত্যার হুমকি এবং কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ যে প্রতিরোধ গড়ে তুলবে তা ভেদ করে বিএনপি এগোতে পারে নাই, পারবে না।

মতিয়া চৌধুরী বলেন, বিএনপির জন্মই হলো হত্যা-খুন এবং ষড়যন্ত্রের মধ্যদিয়ে। তারা ( বিএনপি) এ কথা অস্বীকার করতে পারবে না। তারাই ১৫ আগস্ট ও ৩ নভেম্বরর সঙ্গে জড়িত ছিল, তারা তো অস্বীকার করে না। যখন তারা বলে '১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার'। এ কথায় তারা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বড় গলায় বলে স্বীকার করে।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়।

মতিয়া চৌধুরী বলেন, বিএনপি হচ্ছে কৃষক-শ্রমিক ও গণবিরোধী। বিএনপি নালিশ করে বালিশ পেতে চায়। বিএনপি নালিশের ঢং হলো বালিশ পাওয়া। তাদের কোনো অর্জন নেই। আমরা জানি বিএনপির আমলে সার ছিল না, বিদ্যুৎ ছিল না। যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। একমাত্র হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে তারা বিশ্বাসী।

মতিয়া চৌধুরী বলেন, দেশে কৃষক-শ্রমিক মেহনতী মানুষ যদি উন্নয়ন চায়, যদি গণতন্ত্র চায়, যদি সমৃদ্ধি চায়, পেট ভরে ভাত খেতে চায়, পুষ্টিকর খাবার চায়, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই বলেও যোগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: