ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইভিএম নিয়ে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে ইসির বৈঠক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৫ মে ২০২২ ২২:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৫ মে ২০২২ ২২:২২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনার মধ্যে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ মে) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ইভিএমের কারিগরি বিষয়ে দক্ষতা রয়েছে এমন বিশেজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বিষয়গুলো উত্থাপন করবেন, আলোচনা করবেন, মতামত দেবেন। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট আরও অনেকের সঙ্গে বসবে। কমিশন ইভিএমের কারিগরি দিক বুঝতে চাচ্ছেন।

আমন্ত্রিতদের মধ্যে ইভিএম সংশ্লিষ্ট ইসির আইটি দল, প্রকল্প সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইং-এর সাবেক ও বর্তমান মহাপরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, ড. সেলিয়া শাহনাজ, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহসহ প্রায় ৩০ জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি জানায়, ওনারা দেখবেন, মতামত রাখবেন। আমাদের আইটি বিশেষজ্ঞরাও থাকবেন, এ বিষয়ে মত দেবেন। ইভিএমের ওপর কমিশন তাদের মতামত নেবেন। তাদের সামনে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে। এরপর যন্ত্রটি নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেবে কাজী হাবিবুল আউয়াল কমিশন।



আপনার মূল্যবান মতামত দিন: