ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশুসহ নিহত ২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ মে ২০২২ ২৩:৫৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ মে ২০২২ ২৩:৫৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের রোজিনা সুলতানা (২৬) ও একই গ্রামের নাজমুল হাসানের মেয়ে আয়েশা খাতুন (৬)। এ সময় আহত হয়েছেন তিনজন।

বুধবার (১৮ মে) সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মুলিবাড়ী এলাকায় মহাসড়ক পার হচ্ছিল অটোভ্যানটি। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী ও শিশু নিহত হয়। এ ছাড়া ভ্যানচালকসহ আহত হন আরও তিনজন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।



আপনার মূল্যবান মতামত দিন: