ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগামীতে লকডাউনের প্রয়োজন নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩২

আল আমিন
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩২

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনার সংক্রমণের হার পাঁচ শতাংশে নেমে এসেছে। তাই আগামীতে আর লকডাউনের কঠোর বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) মেহরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থতি ছিলেন, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

সবাইকে মাস্ক পরার আহ্বান করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সাধারণ মানুষকে মাস্ক পড়তে হবে। মাস্ক না পরলে আবারও করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। শুধু মাস্কই পারে করোনার সংক্রমণ কমানোর পাশাপাশি ফুসফুসের নানা রোগ থেকে মানুষকে রক্ষা করতে।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত আছে, যা বিশ্বের অনেক দেশ করতে ব্যর্থ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু তাই নয়, বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশপাশি করোনার পরীক্ষা ও চিকিৎসায় নজির স্থাপন করেছে বর্তমান সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: