ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিনা টিকিটে ভ্রমণকারী আমার আত্মীয় নয়: রেলমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ মে ২০২২ ০৩:০৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ মে ২০২২ ০৩:০৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণকারী ৩ ট্রেনযাত্রী তার আত্মীয় নন বলে সাফ জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (৭ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওই তিন যাত্রীর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তারা আমার আত্মীয় নন। তারা হয়তো আমার নাম ভাঙিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে।

‘টিটিই’কে বরখাস্ত করার বিষয়ে রেলমন্ত্রী বলেন, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি, ওই টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এজন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: