ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ময়লার ঝুড়ি থেকে ৮ কেজি স্বর্ণ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ১ মে ২০২২ ০৪:২৮

আল আমিন
প্রকাশিত: ১ মে ২০২২ ০৪:২৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ময়লার ঝুড়ি থেকে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার শারজাহ থেকে আসা বিএস-৩৪৬ ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার জব্দ করে ঢাকা কাস্টম হাউস।

জানা গেছে, জব্দ করা এসব স্বর্ণবারের মোট ওজন ৮ কেজি ১২০ গ্রাম। চোরাচালানরোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউস ময়লার ঝুড়ি থেকে এই স্বর্ণ বারগুলো উদ্ধার করে।

ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেখানে ময়লার ঝুড়ি থেকে স্বর্ণবার জব্দ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: