ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়: মেয়র তাপস

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ২৩:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ২৩:৫১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, জাতীয় ঈদগাহ মাঠে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি।

করোনা মহামারির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ হয়নি। তবে কোভিড-১৯ পরিস্থিতি অনুকূলে আসায় এবার সেখানে তা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে জোরকদমে চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ।

ইতোমধ্যে বাঁশ দিয়ে প্যান্ডেল করা শেষ হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। সেই শঙ্কায় প্যান্ডেলে শামিয়ানা ও ত্রিপল টানানো হয়েছে।

মাঠের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। মাইক ও বৈদ্যুতিক সংযোগের কাজও চলছে। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী সোমবার (২ মে) অথবা মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সেসময় তীব্র গরম পড়তে পারে। তাই মুসল্লিদের দুর্ভোগ লাঘবে সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হচ্ছে। সেই সঙ্গে ওজুর ব্যবস্থা তো থাকছেই। এছাড়া মোবাইল টয়লেট স্থাপন করা হচ্ছে।

জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তায় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। চারদিকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। জাতীয় ঈদগাহে প্রায় ৮৪ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন: