ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপি নেতা ইশরাকের জামিন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০০:০২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০০:০২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত বুধবার (৬ এপ্রিল) শ্রমিক দলের নেতা-কর্মীদের সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মতিঝিলে লিফলেট বিতরণ করার সময় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য ইশরাকে আটক করে পুলিশ। পরে নাশকতার অভিযোগে মতিঝিল থানার আগের এক মামলায় আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই মামলা করেছিল পুলিশ। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন ইশরাক। সেই জামিনের মেয়াদ শেষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিনও পেয়েছিলেন। কিন্তু এরপর জামিনের মেয়াদ বাড়িয়ে না নেওয়ায় ২০২১ সালের ১৮ অগাস্ট ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ মে দিন ধার্য রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: