
নিজস্ব প্রতিবেদক : ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও উপস্থিত সাংবাদিকদের কাছে বলেন আইনমন্ত্রী।
‘আমি তো এখন পর্যন্ত জানি না তিনি (মির্জা ফখরুল) কোনো অপরাধ করেছেন কিনা। তাকে কেন জেলে যেতে হবে এটা আমি জানি না। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে’।
খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আইনে কোনো সুযোগ নেই।’
আপনার মূল্যবান মতামত দিন: