ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পলাতক তারেক-জোবায়দাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩ ০০:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩ ০০:৪৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, বিদেশে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

বুধবার (২ আগস্ট) বিকেলে সচিবালয়ে তারেক রহমান ও জোবায়দা রহমানকে কারাদণ্ড দেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, দুদকের মামলায় তারেক রহমান ও জোবায়দা রহমানের রায়ে প্রমাণিত হলো বাংলাদেশে আইনের শাসন আছে। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রীর ছেলের এ ধরনের সাজা হওয়ার অর্থ হলো রাষ্ট্র কাউকেই ছাড় দেয় না। যে অপরাধে তাদেরকে সাজা দেয়া হয়েছে এবং যে সাজা দেয়া হয়েছে তা আদালতের এখতিয়ার। ওই অপরাধের জন্য আদালত যতটুকু মনে করেছে, ততটুকুই সাজা দেয়া হয়েছে।

আনিসুল হক বলেন, কেউ অপরাধ করলে তার সাজা হবেই। বিএনপি এখন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। সেখানে কেউ বাধা দিচ্ছে না। বিএনপির রাজনীতি করতে বাধা দেয়ার ইচ্ছে থেকে এই রায় কার্যকর হয়নি। রায় আদালত দিয়েছে, সরকার দেয়নি। তাই নির্বাচনের আগে এই রায় দিয়ে সরকার বিএনপিকে কোনঠাসা করছে, এটা সত্য নয়। এটা বিএনপির মনগড়া বক্তব্য।



আপনার মূল্যবান মতামত দিন: