
বিদেশবার্তা ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মামলায় তার বিরুদ্ধে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ আনা হয়েছে। তাছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন গণমাধ্যমকে বলেন, ‘গতকাল ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি যাচাই-বাছাই করে আজ মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’
অভিযোগে আল-আমিনের স্ত্রী লিখেছেন, ‘গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টার দিকে বাসায় এসে যৌতুকের ২০ লাখ টাকা এনেছে কি না জানতে চায় সে (আল আমিন)। এত টাকা দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয় বলে জানালে মারধর করে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে (ইসরাত জাহান) উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।’
এর আগে বেশ কয়েকবার শারীরিক এবং মানসিক নির্যাতনের বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইসরাত জাহান বলেছিলেন, ‘সে (আল আমিন) অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপস করতে চাই, আবারও সংসার করতে চাই।’
উল্লেখ্য, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আল আমিন ও ইসরাত জাহানের দাম্পত্য জীবন ১২ বছরেরও বেশি সময়ের। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৬ বছর এবং ছোট ছেলের বয়স সাড়ে চার বছর।
আপনার মূল্যবান মতামত দিন: