ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে ৩ জনকে যাবজ্জীবন

আল আমিন | প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ০৩:৩৪

আল আমিন
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ০৩:৩৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাণ্ড দিয়েছে আদালত। কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।


নুরুল আলম, হেলাল উদ্দিন ও মমতাজ মিয়াকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর (৩) ধারায় আসামীদের দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ৯ বছরের এক শিশু। সেই মামলায় নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন শিশুটির বাবা। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন বিচারক

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: