ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২১:১৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২১:১৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক দিনে সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ জুন) সকালে আপিল বিভাগের বিচারকাজের শুরুতে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি ১২ জন বিচারপতির করোনা আক্রান্তের বিষয়টি জানান।

প্রধান বিচারপতি বলেন, আমাদের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত। দ্বৈত বেঞ্চের একজন করোনায় আক্রান্ত হলে ওই বেঞ্চের বিচার কাজ বন্ধ থাকে। করোনার কারণে অনেক গুরুত্বপূর্ণ বেঞ্চে বিচারকাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের জন্য বিষয়টি কঠিন হয়ে পড়ে। আপনারা সহযোগিতা না করলে আমাদের ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। তারপরও ধৈর্য ধরেন আমরা দেখতেছি।

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমাদের অনেক আইনজীবীও করোনায় আক্রান্ত। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।



আপনার মূল্যবান মতামত দিন: