ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

আল আমিন | প্রকাশিত: ২১ জুন ২০২২ ০২:২৫

আল আমিন
প্রকাশিত: ২১ জুন ২০২২ ০২:২৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আপিলে বীর মুক্তিযাদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় ১৭ জনের মুক্তিযাদ্ধা সনদ বাতিল করা হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জনের মুক্তিবার্তা/গেজেট বাতিল করে গত ১৪ জুন গেজেট জারি করা হয়।

গেজেটে বলা হয়েছে, ‘খ’ ও ‘গ’ তালিকার আপিল নিষ্পত্তিকালে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় ১৭ জনের লাল মুক্তিবার্তা/গেজেট বাতিল করা হলো।

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা হলেন, গাজীপুরের শ্রীপুরের মো. আ. বাতেন মুন্সী, কে এইচ নাজির আহমেদ মুক্তার ও মো. আ. কাদির মণ্ডল; গাজীপুর সদরের মো. মোফাজ্জল হোসেন, মতিউর রহমান ও মো. নুরুল হক; গাজীপুরের কাপাসিয়ার মো. জমির আলী, মো. সুলতান উদ্দিন ও মো. রেহান উদ্দিন।

তালিকায় আছেন কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জের মো. আবু বাক্কার ছিদ্দিক; নরসিংদীর বেলাবোর নুরুল হক, পলাশের মো. কামরুল হোসেন মোল্লা ও মেজবাহ উদ্দিন সিকদার; মনোহরদীর মো. হারুন মিয়া এবং হবিগঞ্জ নবীগঞ্জের মো. সিরাজুল ইসলাম খান।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: