ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জামিন পেলেন রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুন ২০২২ ০০:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুন ২০২২ ০০:০৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা বুধবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে তাকে জামিন দেন। এর আগে সকাল সোয়া ৯টার দিকে তাকে আদালতে তুলে জামিনের আবেদন করা হয়।

২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ফজলে এলাহী সম্পাদিত পাহাড় টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য তার বিরুদ্ধে থানায় দুটি পৃথক অভিযোগ করেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে নাজনীন আনোয়ার।

পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত অনুমতি দেয়। এরপর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

জেলার কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: