
বিদেশবার্তা ডেস্ক : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করার অভিযোগে গ্রেপ্তার ১০ আন্দোলনকারীকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১১ জুন) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. আরিফ নেওয়াজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন শুনানির দিন আগামীকাল সোমবার ধার্য করার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- সাঈদ বাচ্চু, শরীফুল হাসান শুভ, আব্দুর রহমান, জাকির হোসেন, আরিফ হোসেন, আবু বক্কর সিদ্দিকী, তাসনিমুল হাসান অর্ণব, রাকিবুল হাসান, রোকন হোসেন এবং মামুন রশিদ রতন।
আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এসব তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: