ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চার বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রবিবার বন্ধ ঘোষণা

আল আমিন | প্রকাশিত: ১৪ মে ২০২৩ ০৫:১৮

আল আমিন
প্রকাশিত: ১৪ মে ২০২৩ ০৫:১৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখার কারণে চার বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল রবিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে (রবিবার) বন্ধ থাকবে।’

বিজ্ঞপ্তিতে সম্ভাব্য দুর্যোগকবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসসমূহের গুরুত্বপূর্ণ নথি, ডকুমেন্টস, কম্পিউটার সামগ্রী ও অন্যান্য উপকরণ নিরাপদে সংরক্ষণ করতে বলা হয়েছে।

‘এজন্য বোর্ডগুলোর আওতাধীন জেলার তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষপ্রতিষ্ঠাগুলো রবিবার বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: