
বিদেশবার্তা ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টে রিট হলে অভিযুক্ত দুই ছাত্রীকে তদন্ত চলাকালীন ক্যাম্পাসের বাইরে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাস ছেড়েছেন তারা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তারা হল ছেড়ে চলে যান বলে জানা গেছে।
দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম তাদের হল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্দেশনা পেয়ে আমি তাদের হল ছাড়ার নির্দেশ দিই। প্রক্টরের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। তারা সন্ধ্যার পরই হল ছেড়ে চলে যান।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমি অভিযুক্ত দুজনকে হল থেকে চলে যাওয়ার বিষয়ে হল প্রভোস্টকে নির্দেশ দিই। এ ছাড়া, ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তা প্রদানের জন্য ইবি থানার ওসিকে নির্দেশ দিয়েছি। বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি দেখাশোনা করার জন্য আইন প্রশাসককে বলা হয়েছে।
এদিকে, অভিযুক্ত ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বিষয়টি জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: