ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদোন্নতিতে পিএইচডি লাগবে ঢাবি শিক্ষকদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ মার্চ ২০২২ ২২:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ মার্চ ২০২২ ২২:০৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ লাভের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সুপারিশ করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো- বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্ব শর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি ও উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: