ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন বিষয়বস্তু পাঠ্যবইয়ে রাখা যাবে না : শিক্ষামন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০৩:১৭

আল আমিন
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০৩:১৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক:  নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন বিষয়বস্তু রাখা যাবে না বলে লেখকদের এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষী বিষয়ের পাশাপাশি নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে।

ডা. দীপু মনি বলেন, যে সব ছবি বিতর্কের সৃষ্টি করে সেসব ছবি ব্যবহার করা যাবে না। খুব প্রয়োজনীয় ছবি ব্যবহার করতে হবে। কথা যত সহজে বলা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

 

বিদেশ বার্ত্/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: