ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের অধ্যাপকদ্বয়ের সাক্ষাৎ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ০৪:৫৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ০৪:৫৬

ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিবেদক : যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকনোমিক্স-এর অধ্যাপক ডেভিড লুইস এবং স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টডিজ-এর অধ্যাপক মুশতাক খান বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকনোমিক্স এবং স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টডিজ-এর মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন। যুক্তরাজ্যের এই দুই বিশিষ্ট অধ্যাপক তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা করেন।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অধ্যাপক ডেভিড লুইস এবং অধ্যাপক মুশতাক খানকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের ‘উন্নয়ন সংলাপ ২০২২’-এর অংশ হিসেবে গতকাল ২৭ জুলাই ২০২২ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংলাপে অধ্যাপক ডেভিড লুইস এবং অধ্যাপক মুশতাক খান বক্তৃতা প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: