ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মায়ের আপন মামাতো বোনকে কি বিয়ে করা যাবে?

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুলাই ২০২২ ১৯:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুলাই ২০২২ ১৯:২৯

ফাইল ছবি

পাঠকের প্রশ্ন : আমার একটি প্রশ্ন হচ্ছে যে, ‘মায়ের আপন মামাতো বোনকে বিয়ে করা কি যায়েজ আছে?’ এই সম্পর্কে ইসলামে সুস্পষ্ট কোনো নির্দেশনা আছে কিনা?

উত্তর : হ্যাঁ, জায়েজ আছে। যেখানে নিজের আপন মামাতো বোনকে বিয়ে করাই জায়েজ। সেখানে মায়ের মামাতো বোন যে জায়েজ হবে তাতো এমনিতেই বুঝে আসে।

ছেলেদের জন্য ১৪ জন মাহরাম হলেন-

মায়ের মতো (৫ জন)-
(১) মা (২) খালা (৩) ফুফু (৪) শাশুড়ী (৫) দুধ-সম্পর্কীয় মা

বোনের মতো (৫ জন)-
(৬) আপন বোন (৭) দাদী (৮) নানী (৯) নাতনী (১০) দুধ-সম্পর্কীয় বোন

মেয়ের মতো (৪ জন)-
(১১) মেয়ে (১২) ভাই এর মেয়ে (১৩) বোনের মেয়ে (১৪) ছেলের বউ

মেয়েদের জন্য ১৪ জন মাহরাম হলেন-

বাবার মতো (৫ জন)
(১) বাবা (২) চাচা (৩) মামা (৪) শ্বশুর (৫) দুধ-সম্পর্কীয় বাবা

ভাইয়ের মতো (৫ জন)
(৬) আপন ভাই (৭) দাদা (৮) নানা (৯) নাতী (১০) দুধ-সম্পর্কীয় ভাই

ছেলের মতো (৪ জন)
(১১) ছেলে (১২) ভাই এর ছেলে (১৩) বোনের ছেলে (১৪) মেয়ের জামাই

[সূত্রঃ সুরা আল-বাক্বারাঃ ১৩৩, সুরা আন-নিসাঃ ২৩, সুরা আন-নূরঃ ৩১]



আপনার মূল্যবান মতামত দিন: