ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সভাপতি রাজিব, সাধারণ সম্পাদক শুভ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ জুন ২০২২ ০৭:৪০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ০৭:৪০

ছবি: সংগৃহীত

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটিতে রাজিব হোসেনকে সভাপতি এবং আল আলামিন ইসলামকে (শুভ) সাধারণ সম্পাদক করে ষোল সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন ২০২২) ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি পদে আছে অনিক সরকার, ময়না আক্তার, স্মরণ রায়, মোঃ শামীম সরদার, নুরে আলম, সানজিদ হোসেন পিয়াস। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে রয়েছে মোঃ বেলায়েত হাসান, হাবিবুর রহমান (হাবিব), সৈকত সাহা, কাজী মর্তুজা।সাংগঠনিক সম্পাদক পদে অনিক দেবনাথ, মাহমুদুল হাসান এবং শিঞ্জন। এছাড়াও দপ্তর সম্পাদক পদে আছে সোহান মোল্লা।

নব্য ঘোষিত মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ কমিটির সভাপতি মোঃ রাজিব হোসেন অনুভূতি প্রকাশ করে বলেন, আমাকে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনোনিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আমার সর্বোত্তম চেষ্টা করে ইতিবাচক কাজের মাধ্যমে আমার সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। সকলের কাছে দোয়াপ্রার্থী।

সাধারণ সম্পাদক আলামিন ইসলাম শুভ জানান, মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত।সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। ছাত্রকল্যাণকে এগিয়ে নেয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। আমাদের সাংগঠনিক কার্যক্রম পূর্বের চেয়ে আরও গতিশীল হবে। সবার দোয়া ও সমর্থন কামনা করি।



আপনার মূল্যবান মতামত দিন: