ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চট্টগ্রামে এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা

সেলিম সোহেল | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:৫৭

সেলিম সোহেল
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:৫৭

চট্টগ্রামে এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে এস আলম গ্রুপের ৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কারখানা কর্তৃপক্ষ বন্ধের নোটিশ জারি করে তা নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন জানান, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

এস আলমের যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হল- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।

এদিকে, কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিকেলে কারখানাগুলোর সামনে বিক্ষোভ করেছেন তারা।

 


আপনার মূল্যবান মতামত দিন: