ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা বেড়েছে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ২০:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ২০:৩৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে আবারো সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হচ্ছে।

সোমবার (১১ এপ্রিল) দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার অলংকার কিনতে খরচ হবে ৭৮ হাজার ৮৪৯ টাকা। সোনার নতুন এই দর মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে একজন ক্রেতার লাগবে ৭৮ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের প্রতি ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৮২৯ টাকায়।



আপনার মূল্যবান মতামত দিন: