ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমাদের রিজার্ভ অনেক শক্তিশালী অবস্থানে আছে: অর্থমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০২:২৯

আল আমিন
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০২:২৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,‘আমাদের রিজার্ভ অনেক শক্তিশালী অবস্থানে আছে। আমাদের রপ্তানি ও রেমিট্যান্সও ভাল। রাজস্ব আদায়ও ইতিবাচক।

আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার ক্রয়সংক্রান্ত সভা শেষে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

শ্রীলঙ্কার উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি আর আমাদের অবস্থা এক নয়। যারা এসব নিয়ে আলোচনা করছে সেটা তাদের ব্যাপার। তবে আমরা সতর্ক আছি।’

উল্লেখ্য, রিজার্ভ সঙ্কটের কারণে খাবার, জ্বালানি ও ওষুধ আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। দেশটির অর্থনৈতিক অবস্থা গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। বিদ্যুৎ, খাদ্য, গ্যাসসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রবল বিক্ষোভ চলছে। এদিকে জনরোষের কারণে শ্রীলঙ্কার প্রায় সব মন্ত্রী পদত্যাগ করেছেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: