
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরও কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এদিন সিবিওটিতে সয়াবিনের দাম কমেছে হাফ সেন্ট। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৪ ডলার ৩৫ সেন্টে। আগের সপ্তাহে যা ছিল ১৪ ডলার ৬৩ সেন্ট।
গত সপ্তাহে কম্মোডিটিজ রিসার্চ ফার্ম হাইটাওয়ার এক রিপোর্টে জানিয়েছিল, বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে এবার রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়েছে। বিশ্ববাজারে সরবরাহও বাড়িয়েছে দেশটি।
এতে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি কমলেও উৎকণ্ঠা বাড়েনি। ফলে তেলবীজটির দরপতন ঘটেছে।
আপনার মূল্যবান মতামত দিন: