
বিদেশবার্তা ডেস্ক : সরকারের নির্বাহী আদেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ।
এবার খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয়েছে ৫ শতাংশ যা কার্যকর হবে ফেব্রুয়ারি মাস থেকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপনের অধীন নির্ধারিত খুচরা বিদ্যুতের মূল্যহার বিল মাস ফেব্রুয়ারি, ২০২৩ হতে কার্যকর হবে।
এর আগে গত ১২ জানুয়ারি এক নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: