ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আজ ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ১৮:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ১৮:০৯

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আবেদনে সাড়া দিয়ে আলোচনার জন্য আজ বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশের শর্ত নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসছে আইএমএফ।

শুক্রবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সফরকারী দলটি ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকায় অবস্থান করবে। এসময় বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে সংস্থাটি।

প্রতিনিধি দলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গেও আলোচনা করবে। এই প্রতিনিধি দলের ঢাকা আসার মধ্য দিয়ে ঋণ কর্মসূচি নিয়ে কথাবার্তা শুরু হবে, যা আগামী মাসগুলোতেও চলমান থাকবে বলে বিবৃতিতে বলা হয়।

করোনাভাইরাস মহামারির পর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর মধ্যে ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিপুল বাণিজ্য ঘাটতি তৈরি হয়। এ কারণে বাংলাদেশের রিজার্ভের ওপরও চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে ডলার সাশ্রয়ে অভ্যন্তরীণ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিদেশি উৎস থেকেও অর্থায়ন পাওয়ার চেষ্টা করছে সরকার।

এ উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফের কাছ থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: