ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

২৬ অক্টোবর ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ২১:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ২১:৪৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঋণ নিয়ে আলোচনার জন্য আগামী ২৬ অক্টোব ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল।

সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সফরকারী দলটি ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকায় অবস্থান করবে। এসময় বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে সংস্থাটি।

প্রতিনিধি দলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গেও আলোচনা করবে। এই প্রতিনিধি দলের ঢাকা আসার মধ্য দিয়ে ঋণ কর্মসূচি নিয়ে কথাবার্তা শুরু হবে, যা আগামী মাসগুলোতেও চলমান থাকবে বলে বিবৃতিতে বলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: