
নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারো বেড়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ৮০ টাকা থেকে ৭ টাকা বাড়িয়ে প্রতি লিটার ফুয়েলের (জ্বালানি) দাম ৮৭ টাকা করা হয়েছে। এ নিয়ে গত ১৭ মাসে বাংলাদেশে জেট ফুয়েলের দাম ১৩ দফা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন পদ্মা অয়েল কোম্পানি।
রবিবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুয়েলের নতুন দাম গত ৮ মার্চ থেকে কার্যকর হয়েছে।
পদ্মা অয়েল জানায়, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার তেল কিনতে হবে দশমিক ৮২ মার্কিন ডলারে। আগে যেখানে দাম ছিল দশমিক ৭৫ মার্কিন ডলার।
আপনার মূল্যবান মতামত দিন: