
বিদেশবার্তা ডেস্ক : দেশের বাজারে কমলো সোনার দাম। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরিতে সর্বোচ্চ ১,২৮৩ টাকা কমছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৩,২৮১ টাকা। যা গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ছিল ৮৪,৫৬৪ টাকা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৩,২৮১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৯,৪৯০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৮,১১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬,৪৫৪ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১,৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১,৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
বুধবার ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৪,৫৬৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮০,৭১৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৯,১৬৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৭,৩৮৭ টাকা বিক্রি হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: