ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১০ ও ২০ টাকার নতুন নোট আসছে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪৬

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এ নোট দুটি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এসব নোট আগামীকাল বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পরিচালক সাঈদা খানম বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

চলতি বছরের ১২ জুলাই নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: