
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
আজ ডিএসইতে ১০ মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৯০ ও ২২৭১ পয়েন্টে অবস্থান করছে।
রবিবার ডিএসইতে দুই হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩২৮ কোটি টাকা বেড়েছে। আজ ডিএসইর ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
এর আগে ২০২১ সালের ৭ অক্টোবর আজকের চেয়ে বেশি অর্থাৎ ২ হাজার ৪৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৯টি কোম্পানির, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান-অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, মালেক স্পিনিং, ডেল্টা লাইফ, আইপিডিসি, ইস্টার্ন হাউজিং, ম্যাকসন স্পিনিং, কপারটেক ও বিএসসি।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
সিএসইতে আজ সার্বিক সূচক সিএসপিআই ১৮০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: