ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

আল আমিন | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০২:২৫

আল আমিন
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০২:২৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় কমানোর পাশাপাশি ব্যাংকের সময়ও নতুন করে নির্ধারণ করা হয়েছে। আগামী বুধবার (২৪ আগস্ট) ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, বুধবার থেকে ব্যাংকগুলোও সকাল ৯টা থেকে বিকেল ৪টা খোলা থাকবে। এখন খোলা থাকে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: