
নিজস্ব প্রতিবেদক : ডিমের বাজারে অস্থিরতা। তবে এই অস্থিরতা কাটিয়ে বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম।
বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে ডিম আমদানি করা হবে। তার এমন বক্তব্যের একদিন যেতে না যেতেই হালিতে ৫ টাকা কমলো ডিমের দাম।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাজারগুলোতে লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে হালিপ্রতি ৫০ টাকা করে। যা বুধবার (১৭ আগস্ট) বিক্রি হয়েছে ৫৫ টাকা হালিতে।
কোথাও কোথাও বিক্রি হয়েছে ৬০ টাকা হালিতে। যারা ডজন কিংবা এক কেস ডিম কিনছেন তারা আরো কম দামে কিনতে পারছেন। এক্ষেত্রে ডজনে ৫ থেকে ১০ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকায় কিনতে পারছেন তারা।
এদিকে দেশের বিভিন্ন বাজারে সয়াবিন দলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দোকানে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দোকানদাররা বলছেন, দাম বাড়ানোর আগে ডিলাররা ইচ্ছা করেই তেল মজুদ করে রাখে।
আপনার মূল্যবান মতামত দিন: