
নিজস্ব প্রতিবেদক: চলতি মাসেই দ্বিতীয়বারের মত বাড়ল সোনার দাম। ফের ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে প্রতি ভরি সোনার দাম ৭৯,৩১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বুধবার (৯ মার্চ) থেকে দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা হবে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৫,৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ৮১৬ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৬৪,৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৪২ টাকা বাড়িয়ে ৫৪,৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
মাত্র ৫ দিন আগে ৩ মার্চ ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়ে প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আপনার মূল্যবান মতামত দিন: